Mon Amar Kemon Kemon Kore Lyrics in Bengali. মন আমার কেমন কেমন করে is a Bengali Folk Song. Mon Amar Kemon Kemon Kore is Sung by Snigdhajit Bhowmik. Lyrics written by Somraj Das
Song Details:Singer - Snigdhajit Bhowmik Music Direction - Barenya Saha Lyrics - Somraj Das Folk Line - Traditional Stroke Instruments - Dwaipayan Ghosh Guitars - Jakiruddin Khan Arrangement - Dipesh Chakraborty Mixing & Mastering - Debojit Sengupta
Mon Amar Kemon Kemon Kore Lyrics In Bengali
বহুদিন তোর দেখা নাই
মনের দরিয়ায়
কতদিন থাকবি দূরে
ঘরে ফিরে আয়
বহুদিন তোর দেখা নাই
মনের দরিয়ায়
কতদিন থাকবি দূরে
ঘরে ফিরে আয়
ও মন ঘরে ফিরে আয়
আজও তোর ই অপেক্ষায়
হৃদয়ের পিঞ্জিরাখান
খুব যে ছটপটায়
পিরিত করি আয়
এই মনের আঙিনায়
সোহাগের গান শোনাবো
প্রেমের লহমায়
দরিয়ায় আইলো তুফান
আয় কে যাবি রে
হেঁসে হেঁসে যাবি ভেসে মদিনা নগরে (২)
ধরো হাল শক্ত হাতে এ এ এ
ধরো হাল শক্ত হাতে
ভয় কি নদীর সাথে
ধরো হাল শক্ত হাতে
ভয় কি নদীর সাথে
টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে
মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন
কেমন করে
মনের আঙিনায়
তারই বাহানায়
রাঙিয়ে রঙ-বেরঙে
সে কোথা পালায়
ও ও ও ও ও
মনের আঙিনায়
তারই বাহানায়
রাঙিয়ে রঙ-বেরঙে
সে কোথা পালায়
তারই পানে চোখ
এত অভিযোগ
ইশারায় ঈর্ষা করে
ভিনদেশে হারায়
আয় ঘরে ফিরে আয়
কোনো মিথ্যে বাহানায়
তোর নামে গান বেঁধেছি
যতনে মায়ায়
পিরিত করি আয়
এই মনের আঙিনায়
সোহাগের গান শোনাবো
প্রেমের লহমায়
মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে
নবীজির ভরসা রেখে চলনা কলম পড়ে (২)
নাম নেবো মহম্মদে এ এ এ এর
নাম নেবো মহম্মদের
কেটে যাবে ভয় বিপদের
নাম নেবো মহম্মদের
কেটে যাবে ভয় বিপদের
সবার মাঝে তিনি বিরাজ করেন রে
মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
ও বধূ রে মন আমার কেমন কেমন করে
________
Mon Amar Kemon Kemon Kore Lyrics in English
Bohudin tor dekha nai
Moner doriyay
Katodin thakbi dure
Ghore firey aay
O mon ghore phire aay
Aajo tor-i opekhay
Hridoyer pinjira khan
Khub je chhotpotay
Pirit kori aay
Ei moner aanginay
Sohager gaan shonabo
Premer lohomay
Doriyay ailo tufan aye ke jabi re
Hese hese jabi vese modina nogore
Dhoro haal shokto haate bhoy ki nodir sathe
Tolbe na nouka vishon jhore re
Bodhu re mon amar kemon kemon kore
Michey tui eka eka keno je achis ghore
Nobijir vorsha rekehe chol na kolma pore
Naam nebo mohomoder kete jabe voy bipoder
Sobar majhe tini biraj koren re
Moner aanginay
Tari bahanay
Rangiye rong beronge
Se kotha palay
Tari pane chokh
Eto abhijog
Isharay irsha kore
Vindeshe haray
Aay ghore firey aay
Konno mithye bahanay
Tor naame gaan bendhechhi
Jatone mayay
_________