Type Here to Get Search Results !

Karone Okarone Lyrics (কারণে অকারণে) Minar Rahman

  Karone Okarone is a popular bengali song, This song sung & composed by Minar Rahman


Karone Okarone Lyrics (কারণে অকারণে) Minar Rahman

Song: Karone Okarone 
Vocal: Minar Rahman  
Lyric: Isteaque Ahmed 
Tune: Minar Rahman 
Music Arrangement: Shaker Raza 
Label: Eagle Music

\

Karone Okarone Lyrics In Bangla

কারণে অকারণে নিষেধে বা বারণে
তোমার নামেই যতো জোছনা নিলাম
নিয়মে অনিয়মে দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম

কারণে অকারণে নিষেধে বা বারণে
তোমার নামেই যতো জোছনা নিলাম
ভেতরে বাহিরে দহণে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে..

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই..

জলেতে বা আগুনে বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত মেঘেদের গান
জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান (x2)

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে..

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই..
*****

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.