Type Here to Get Search Results !

সার্থক জনম আমার (Sarthak Janam Amar) - রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)

কবিতা - জন্মভূমি 
কবি - রবীন্দ্রনাথ ঠাকুর

সার্থক জনম আমার
                            - রবীন্দ্রনাথ ঠাকুর 

সার্থক জনম আমার
          জন্মেছি এই দেশে, 
সার্থক জনম মা গো, 
            তোমায় ভালবেসে। 
জানিনে তোর ধন-রতন, 
          আছে কিনা রানির মতন, 
শুধু জানি আমার অঙ্গ জুড়ায়
          তোমার ছায়ায় এসে। 
কোন্ বনেতে জানিনে ফুল, 
          গন্ধে এমন করে আকুল, 
কোন্ গগনে ওঠে রে চাঁদ
           এমন হাসি হেসে। 
আঁখি মেলে তোমার আলো
         প্রথম আমার চোখ জুড়াল, 
ওই আলোতে নয়ন রেখে
         মুদব নয়ন শেষে।। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.