Type Here to Get Search Results !

মন খারাপ — Imran Hossain Nirob। Bangla Short Story

 

                 মন খারাপ হওয়াটা স্বাভাবিক, তবে নির্দিষ্ট কারো জন্য মন খারাপ হওয়াটা খুবই বাজে অনুভুতি... যা ঐ মানুষটা ব্যতীত আর কেউই মন ভালো করে দিতে পারে না !!


            খেয়াল করলে দেখবেন যে মানুষটার জন্য মন খারাপ হয়, শুধুমাত্র সেই মানুষটা ছাড়াই বাকি সবাই মন খারাপ ধরে ফেলতে পারে, কেনো যেনো ঐ মানুষটাই মন খারাপটুকু বুঝতে পারে না... অথচ ঐ মানুষটার সবার আগে বুঝা উচিত ছিলো !!


         যে মানুষটার জন্য একাকীত্ব অনুভব হয়, সেই মানুষটা একাকীত্ব বুঝে না... যার জন্য ভীষণ মায়া লাগে, সেই মানুষটার চোখে নিজের জন্য মায়া খুঁজে পাওয়া যায় না... যে মানুষটা একটু আড়াল হলেই অস্থিরতা অনুভব হয়, সেই মানুষটা ভেতরে কোনো অস্থিরতা নেই... যাকে নিয়ে হাজারো গল্প হয়, তার গল্পে নিজেকে খুঁজে পাওয়া যায় না !!


              অকারণে মন খারাপ হওয়াটা একটা সময় হয়তো ঠিক হয়ে যায়, কিন্তু নির্দিষ্ট কারো জন্য মন খারাপ হলে তা সহজে ঠিক হয় না যদি না ঐ মানুষটা মন খারাপটুকু বুঝতে না পারে... মানুষ তখনই আরো বেশি অসহায় হয়ে যায়, যখন তার কাছের মানুষটা তাকে বুঝতে না পারে !!


              যে মানুষটার জন্য মন খারাপ হয়, সেই মানুষটা যদি না বুঝে তাহলে তার জন্য মন খারাপ করে থাকাটা অর্থহীন... তখন মন খারাপ করাটা বেমানান... সব অসুখের ওষুধ আছে, অথচ মন খারাপের কোনো ওষুধ নেই... হয় মন নিজেকেই ভালো করতে হয়, নয়তো মন খারাপ করা বারণ !!


         নির্দিষ্ট কোনো মানুষের উপর আটকে যাওয়ার মতো বিড়ম্বনা আর কিছুতে নেই... সবকিছুই যেনো ঐ মানুষটাকে ঘিরেই হয়... সবকিছুর উপর কন্ট্রোল করা গেলেও মনের উপর কন্ট্রোল করা ভীষণ কঠিন... একবার কারোর উপর মায়া বসে গেলে, মনটাও তার নিয়ন্ত্রণে চলে যায় !!


            মন ভালো করে দেওয়ার মতো যার একজন নিজের মানুষ আছে সেই মানুষটা বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী... অপর দিকে যার এমন নিজের মানুষ থেকেও অপর মানুষটাকে বুঝতে পারে না, বিনিময়ে মানুষটাকে হারিয়ে ফেলে তার মতো দূর্ভাগাও আর কেউ নেই !!" :)


লেখায় : - Imran Hossain Nirob


🏵️🏵️🏵️🏵️🏵️

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.