
Song : AloSinger : Imran Mahmudul & Poni ChakmaLyrics : Robiul Islam JibonTune, Music, Mix & master : Imran MahmudulDirector : Saikat RezaDop : Bikash SahaEdit & Color : SM TusharProduction : SR FilmLabel : Central Music and Video [CMV]
Alo Song Lyrics In Bengali
তুমি নামের স্বপ্ন গুলো
আমার মনের আকাশ ছুঁলো।
তুমি নামের স্বপ্ন গুলো
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো,
ও.. গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো।
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।
দু'চোখে তোমায় আঁকি
হৃদয়ে তোমায় রাখি,
তুমি তো জাদুর আয়না।
বেঁধেছো মায়ার ডোরে
থাকি যে তোমার ঘরে,
কিছুতে ভোলা যায় না।
যত দূরে আমি যাই
তোমাকে খুঁজে পাই,
তোমাতে প্রাণ জোড়ালো।
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।
হয়েছি আমি রাজি, ধরেছি জীবন বাজি
করি যে তোমার সাধনা,
মনের এ মনিকোঠায়, প্রেমেরই রঙিন সুতায়
আমাকে তুমি বাঁধোনা।
যত দূরে আমি যাই
তোমাকে খুঁজে পাই,
তোমাতে প্রাণ জোড়ালো।
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।
তুমি নামের স্বপ্ন গুলো
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো,
ও.. গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো।
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।
__________________