Type Here to Get Search Results !

Alo Lyrics (আলো) Imran Mahmudul | Poni Chakma

Alo Song Is Sung by Imran Mahmudul And Poni Chakma. Starring: Imran Mahmudul, Keya Payel And Poni Chakma. Song Lyrics In Bengali Written by Robiul Islam Jibon.
Song : Alo
Singer : Imran Mahmudul & Poni Chakma
Lyrics : Robiul Islam Jibon
Tune, Music, Mix & master : Imran Mahmudul
Director : Saikat Reza
Dop : Bikash Saha
Edit & Color : SM Tushar
Production : SR Film
Label : Central Music and Video [CMV]

Alo Song Lyrics In Bengali

তুমি নামের স্বপ্ন গুলো 
আমার মনের আকাশ ছুঁলো। 

তুমি নামের স্বপ্ন গুলো 
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো 
কল্পনাতে সুখ ছড়ালো,
ও.. গল্প রাতে মন হারালো 
কল্পনাতে সুখ ছড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।। 

দু'চোখে তোমায় আঁকি  
হৃদয়ে তোমায় রাখি,
তুমি তো জাদুর আয়না। 
বেঁধেছো মায়ার ডোরে 
থাকি যে তোমার ঘরে, 
কিছুতে ভোলা যায় না। 

যত দূরে আমি যাই 
তোমাকে খুঁজে পাই, 
তোমাতে প্রাণ জোড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।

হয়েছি আমি রাজি, ধরেছি জীবন বাজি 
করি যে তোমার সাধনা,
মনের এ মনিকোঠায়, প্রেমেরই রঙিন সুতায়
আমাকে তুমি বাঁধোনা।  

যত দূরে আমি যাই 
তোমাকে খুঁজে পাই, 
তোমাতে প্রাণ জোড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।

তুমি নামের স্বপ্ন গুলো 
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো 
কল্পনাতে সুখ ছড়ালো,
ও.. গল্প রাতে মন হারালো 
কল্পনাতে সুখ ছড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।
__________________

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.