JBL E Gaan Bajabo is a latest Song On Topic JBL And Generetor For Matal Dancers. Sung by Keshab Dey, Written by Badal Paul, Keshab, Mimo And Suman.
Song : JBL E Gaan BajaboVocal, Tune & Music : Keshab DeyLyrics : Badal Paul, Keshab, Mimo, SumanHook Line : NasimArrangement : Anindya BTrack Mix : AB's Audio StationVoice Mix & Mastering : SurajDirrection : Sampad & SumanDOP : ShampadEdit : MimoMusic Lable : KD Entertainment
JBL E Gaan Bajabo Song Lyrics In Bengali
ফাংশান ভুলে গেছি ডিজে গানে নাচ্ছি
দামি মাল ছেড়ে গুরু বাংলা মাল খাচ্ছি।
হে ফাংশান ভুলে গেছি ডিজে গানে নাচ্ছি
দামি মাল ছেড়ে গুরু বাংলা মাল খাচ্ছি,
বেঁহুশ হয়ে গেলে মাঠেই পড়ে থাকছি
বাবা মা খুঁজতে এলে বিমল মেরে যাচ্ছি।
JBL এ গান বাজাবো
মদ খেয়ে বাওয়াল দেবো,
জেনেরেটর মিউজিকে তে নাচবো সবাই
জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক,
ও.. জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক ..
মদ খেয়ে মনে পড়ে আমার টুরু লাভ এর কথা
ও আমায় ছাড়লো কেন ভাই?
বাদ দে প্রেম পিরীতি ওগুলো সব ভাটের কথা
চল আজ একসাথে মাল খাই।
পাঁচ তলা মল পুরোটাই গন্ডগোল
নিতাই গৌর হরিবোল..
লজ্জা শরম চুলোয় গেছে ময়দায় মামনি সাজে
যা ফেটে গেলো কালিরামের ঢোল।
JBL এ গান বাজাবো
মদ খেয়ে বাওয়াল দেবো,
জেনেরেটর মিউজিকে তে নাচবো সবাই
জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক ...
ও.. জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক..
বাবা ভাবে ছেলে আমার বিগড়ে গেছে সঙ্গ দোষে
জানেনা আমি সর্দার,
পাড়ার ওই সিসিটিভি কাকিমার হিংসে করে
ভোলা দা কে জানানো দরকার।
আমি বলি কি গো দিদি তোমার ছেলে কি কি করে
সে খবর রাখছো তো আজকাল?
সামনে ভদ্র সাজে মায়ের সোনা ছেলে হয়ে
ওদিকে পেঁচো মাতাল ..
JBL এ গান বাজাবো
মদ খেয়ে বাওয়াল দেবো,
জেনেরেটর মিউজিকে তে নাচবো সবাই
জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক,
ও.. জাতে মাতাল তালে ঠিক
আমি গুরু রোমান্টিক,
ও.. এরপর ভুলে গেছি বাকিটা লিখছি।
____________________