Saif Zohan Presents Bangla Original Song "Kichhu Manush More Jaay Pochishe". The Song's Lyrics written, Composed and Sung By Saif Zohan. The music is arranged by Shovon Roy. This song is a deeply emotional reflection on what it feels like to slowly lose yourself while still going through the motions of life. It speaks about how, for some, a part of them dies at 25 — their dreams, their spark — yet they keep living, pretending, surviving. Through powerful and poetic lines, it captures the quiet heartbreak of growing up, forgetting childhood dreams, and hiding behind masks just to fit in. It’s a song about feeling alone in a crowd, questioning your worth, and wondering when — or if — you’ll ever feel truly alive again.
Song : Kichhu Manush More Jaay PochisheSinger : Saif ZohanLyrics : Saif ZohanComposition : Saif ZohanMusic : Shovon Roy
Kichhu Manush More Jaay Pochishe Lyrics in Bengali
এই মহাকালের বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে
নিজের আড়ালে, নিজেকে লুকিয়ে, হারিয়েছি আমি কবে
জানো কি? তোমাদের মাঝে থেকেও নেই, জানো কি তোমরা সবে?
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
শৈশবের স্বপ্ন গুলো, লিখে রেখেছিলাম ড্রয়িং খাতায়
সময়ের ভাঁজে ভাঁজে, হারিয়ে ফেলেছি সব স্মৃতির পাতায়
শৈশবের ইচ্ছে গুলো, কখন ভুলেছি, করিনি খেয়াল
আমার ছোট্টবেলার, সামনে তুলেছে কে, অদ্ভুত দেয়াল
তবে কি? এভাবেই কাটবে জীবন? এ দেয়াল ভাঙবো কবে?
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
ভাবিনি হুট করে সব
স্বপ্নের মুখোমুখি বাস্তবতা
বলার ছিল যে অনেক
শোনার ছিলনা কেউ, কোন কথা
কবে কী? কিভাবে ভাবছে এ মন
সে কথা বলবো কাকে?
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে
এভাবেই চলছে জীবন
অভিনয় চলছে চাপিয়ে মুখোশ
আয়নায় তাকিয়ে ভাবি
অপরাধ কী আমার, আমার কী দোষ?
বলো কোন? অপরাধে আমাকে?
এভাবে বাঁচতে হবে
কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে।।
-ˋˏ ༻❁✿❀༺ ˎˊ-