“Boba Raat” is a soulful Bengali track from the film Bela, beautifully sung by Arijit Singh. The movie features a talented cast including Rituparna Sengupta, Biswajit Chakraborty, Basabdatta Chatterjee, Bhadra Basu, Debdut Ghosh, among others. The heartfelt composition is by Ranajoy Bhattacharjee, with sound mixing and mastering handled by Shiladittiya Sarkar. The poignant lyrics of the song are penned by Tamoghna Chatterjee. Directed by Anilava Chatterjee, Bela brings together music, emotions, and storytelling, with “Boba Raat” standing out as one of its highlights.
Song : Boba Raat
Film : Bela
Singer : Arijit Singh
Composer : Ranajoy Bhattacharjee
Lyricist : Tamoghna Chatterjee
Music arrangement : Shamik Chakraborty
Direction : Anilava Chatterjee
Presenter : Sanjay Ray Chaudhury
Boba Raat Lyrics in Bengali
সময় হারিয়ে যায়
চেনা এ শহরটায়,
কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা।
ভেসে ভেসে যায় মুখ
সরে সরে যায় হাত,
কিছু বোবা রাত ঘরে আর ফেরে না।
কোন চোখে ভাঙে কূল
সংসারী সে পুতুল,
ভালোবাসা যেন ভুল ভাঙা খেলনা।
একা একা একাকার
এক বুক কথা তার,
সাজিয়েছে কাঁটা তার প্রিয় আয়না।
সময় হারিয়ে যায়
চেনা এ শহরটায়,
কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা।
ভেসে ভেসে যায় মুখ
সরে সরে যায় হাত,
কিছু বোবা রাত ঘরে আর ফেরে না।
নদীরা চুপ, ঘুমোয় ঢেউয়ের প্রাণ
পেরোয় মন, অগোছালো অভিমান,
নদীরা চুপ, ঘুমোয় ঢেউয়ের প্রাণ
পেরোয় মন, অগোছালো অভিমান।
এখানে সহজ ব্যথা
বোঝানো যে কী কঠিন
রাত্রির ভরসাকে ছিঁড়ে ফেলে কোনোদিন।
সময়ের অভিনয়
শুধু মেনে নিতে হয়
এখানে নিজের নয় কোনো ঠিকানা।
একা একা একাকার
কত পথ বাকি আর
মুছে গেছে কবে কার কেউ জানে না।
সময় হারিয়ে যায়
চেনা এ শহরটায়
কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা।
ভেসে ভেসে যায় মুখ
সরে সরে যায় হাত,
কিছু বোবা রাত ঘরে আর ফেরে না।।
__________