
জোভান ও মেহজাবিন চৌধুরী অভিনীত লাভ ভার্সেস ক্রাশ ২ বাংলা নাটকের গান অনুভূতি গানটি গেয়েছেন সাহিল সানজান চৌধুরী। অনুভূতি গানের লিরিক্স লিখেছেন পিরান খান ও তানজিব সৌরভ।
Song Details :Song Name : Onubhuti (Tumi Dur Theke Keno)Drama Name : Love vs Crush 2Singer : Sahil Sanjan ChowdhuryTune & Music : Piran KhanLyrics : Piran khan & Tanjib SowrovDirection : Probir Roy ChowdhuryCinematography : Kamrul Islam ShubhoChoreographer : Mofassal Al AlifProducer : Zahirul Islam ShohelLabel : CD Choice
Onubhuti Lyrics In Bengali
দূরে দূরে কেনো থাকো
পাশে এসে হাতটি ধরো,
চোখে চোখ রেখে বলো ভালোবাসো।
ক্লাসের ফাঁকে তোমায় দেখে
প্রথম প্রেমে পড়া,
তোমায় দেখে ভালো লাগা
তোমায় ঘিরে সব চাওয়া।
তুমি দূর থেকে কেনো হাসো ?
আড়াল থেকে আমায় কাছে ডাকো,
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।
আমি যাচ্ছি ডুবে ঘোরে
কোনো রুপকথার দেশে,
আর আঁকছি তোমায় মনেরই ক্যানভাসে।।
কোন মায়া কোন সুরে
বেঁধেছো আমাকে,
ছেড়ে যাবে না কখনো,
তোমারই চোখেতে পৃথিবী খুঁজে পাই
হারিয়ে যাই তোমাতে যেনো।
তোমার চোখের কাজল রেখায়
আমায় খুঁজে পাওয়া,
সেইদিন থেকে তোমায় ঘিরে
সবটুকু আমার চাওয়া।
তুমি দূর থেকে কেনো হাসো ?
আড়াল থেকে আমায় কাছে ডাকো,
কিছু মেঘ অগোচরে ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেনো তোমায় দেখে।
আমি যাচ্ছি ডুবে ঘোরে
কোনো রুপকথার দেশে,
আর আঁকছি তোমায় মনেরই ক্যানভাসে।।