
Song Details :
Song Name : Muthor Angul KhuleDrama Name : Rong DhongSinger : Mahtim ShakibLyrics : Robiul Islam JibonTune & Music : MarcellDirection : Rafat Mozumder RinkuDOP : Kamrul Islam ShubhoScript : Moontaha BrittaEdit & Color : Agun SuvoLabel : Central Music and Video [CMV]
Muthor Angul Khule Lyrics In Bengali
মুঠোর আঙুল খুলে
তোমায় ছুঁতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে।
আমি সামলে রাখি আবেগ
এ পথে রোদ্দুর নাকি মেঘ,
এগিয়ে গিয়ে আবার, যাই পিছিয়ে।
যদি বাসো ভালো, তবে কিছু আলো
যদি বাসো ভালো, তবে কিছু আলো
দাও বিছিয়ে ..
মুঠোর আঙুল খুলে
তোমায় ছুঁতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে।।
কথারা জড়ো হয়
ভাঙে নিরাবতার সিড়ি,
লাগে যে বড় ভয়
যদি শূণ্য হাতে ফিরি।
আ.. হা..
কথারা জড়ো হয়
ভাঙে নিরাবতার সিড়ি,
লাগে যে বড় ভয়
যদি শূণ্য হাতে ফিরি।
আমি সামলে রাখি আবেগ
এ পথে রোদ্দুর নাকি মেঘ,
এগিয়ে গিয়ে আবার, যাই পিছিয়ে।
যদি বাসো ভালো, তবে কিছু আলো
যদি বাসো ভালো, তবে কিছু আলো
দাও বিছিয়ে ..
মুঠোর আঙ্গুল খুলে
তোমায় ছুতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে।।
-----------