Type Here to Get Search Results !

Muthor Angul Khule Lyrics (মুঠোর আঙুল খুলে) Mahtim Shakib

 

Muthor-Angul-Khule-Lyrics-by-Mahtim-Shakib-from-Rong-Dhong

অপূর্ব ও কেয়া পায়েল অভিনীত রং ঢং বাংলা নাটকের গান মুঠোর আঙুল খুলে গানটি গেয়েছেন মাহাতিম শাকিব গানের সুর দিয়েছেন মার্সেল। মুঠোর আঙুল খুলে গানের লিরিক্স লিখেছেন রবিউল ইসলাম জীবন।

Song Details :

Song Name : Muthor Angul Khule
Drama Name : Rong Dhong
Singer : Mahtim Shakib
Lyrics : Robiul Islam Jibon
Tune & Music : Marcell
Direction : Rafat Mozumder Rinku
DOP : Kamrul Islam Shubho
Script : Moontaha Britta
Edit & Color : Agun Suvo
Label : Central Music and Video [CMV]

Muthor Angul Khule Lyrics In Bengali

মুঠোর আঙুল খুলে
তোমায় ছুঁতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে। 

আমি সামলে রাখি আবেগ
এ পথে রোদ্দুর নাকি মেঘ,
এগিয়ে গিয়ে আবার, যাই পিছিয়ে। 

যদি বাসো ভালো, তবে কিছু আলো
যদি বাসো ভালো, তবে কিছু আলো
দাও বিছিয়ে .. 

মুঠোর আঙুল খুলে
তোমায় ছুঁতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে।। 

কথারা জড়ো হয়
ভাঙে নিরাবতার সিড়ি,
লাগে যে বড় ভয়
যদি শূণ্য হাতে ফিরি। 
আ.. হা.. 
কথারা জড়ো হয়
ভাঙে নিরাবতার সিড়ি,
লাগে যে বড় ভয়
যদি শূণ্য হাতে ফিরি।

আমি সামলে রাখি আবেগ
এ পথে রোদ্দুর নাকি মেঘ,
এগিয়ে গিয়ে আবার, যাই পিছিয়ে। 

যদি বাসো ভালো, তবে কিছু আলো
যদি বাসো ভালো, তবে কিছু আলো
দাও বিছিয়ে ..

মুঠোর আঙ্গুল খুলে
তোমায় ছুতে যাই ভুলে,
হাসির আড়াল তুমি
স্বপ্ন সাজাও কোন ফুলে।।
-----------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.