Type Here to Get Search Results !

Tar Pore Ar Ganer Kotha Lyrics (তার পরে আর গানের কথা) Chamok | Bonhi

Tar Pore Ar Ganer Kotha Lyrics (তার পরে আর গানের কথা) Chamok | Bonhi

Tar Pore Ar Ganer Kotha Song Is Sung by Chamok And Bonni. Music Composed by And Tar Pore Ar Gaaner Kotha Mone Nai Lyrics In Bengali Written by Chamok Hasan And Bonni. Ei Mayabi Chander Raate Lyrics Used in Baba Baby O Bengali Movie. Starring: Jisshu Sengupta, Solanki Roy And Others. Directed by Aritra Mukherjee and Produced  by Nandita Roy and Shiboprosad Mukherjee Under the banner of Windows Production.

Song Credits
Lyrics: Chamok Hasan, Firoza Bonhi
Composition: Chamok Hasan
Singer: Chamok Hasan, Ikkshita Mukherjee, Hemlata Chakraborty, Barnomala
Arrangements & Design: Amit- Ishan, Rudraneel Chowdhury
Guitar Design: Subhamoyy Chowdhury
Additional Sound Design: Amit Kumar Dutta
Mixing & Mastering: Amit Chatterjee


Tar Pore Ar Ganer Kotha Song Lyrics In Bengali

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

শুনতে চাই,

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

কিন্তু..
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান।

শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই।

বলো! শুনতে চাই!

কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই।

এই যে এই গানটা
তার যে শেষ প্যারাটা,
এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা,
কত-রঙা স্বপ্ন কথায়
সাজানো ছিল যে সেটা।

ছিল? কোথায় গেল?

কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
বা, বা ,

কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
তারপর ?

সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!
হায়, হায়, হায়
তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

বলো শুনতে চাই...

কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
নাই নাই তার পরে আর গানের কথা,
দরকার নাই।
__________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.