Type Here to Get Search Results !

Chol Pakhi Hoye Lyrics (চল পাখি হয়ে) Sabrina Porshi & Avraal Sahir । Hrid Majhare Natok Song


Chol Pakhi Hoye Lyrics (চল পাখি হয়ে) Sabrina Porshi & Avraal Sahir । Hrid Majhare Natok Song
Chol Pakhi hoye Uri Lyrics Is Bangla Hrid Majhare Drama Song. This Song Is Sung By Sabrina Porshi And Avraal Sahir. Music Composed by Avraal Sahir. This Song Lyric and Tune was Created By M A Alam Shuvo And Avraal Sahir.
    SONG CREDITS
  • NameChol Pakhi Hoye
  • SingerSabrina Porshi & Avraal Sahir
  • Lyrics & TuneM A Alam Shuvo
  • MusicAvraal Sahir
  • NatokHrid Majhare



MUSIC VIDEO


Chol Pakhi Hoye Song LYRICS IN BANGLA

তোকে দেখে হাসছে আকাশ
রংধনুতে সাজবে আজ 
লেগেছে মনে প্রেমের হাওয়া!
কিছু না ভেবে তোর কাছে 
বলবো মনে যা আছে,
অনুভবে করি আসা যাওয়া।

কিছুটা আছে বাকি কিছুটা চোখে রাখি
বুঝে নেনা তুই আমার!
চল পাখি হয়ে উড়ে ডানা মেলে
ফিরবোনি রে সন্ধ্যে হলে!
চল পাখি হয়ে উড়ে ডানা মেলে
ভালোবেসে আদর দিবো ঢেলে।

কুয়াশা কোন ভোরে হাঁটবো একসাথে
মেঘেরা দিন হবে রঙিন ছুলে তোর হাতে!
বলি ইশারায় তোকে চাই ডাকি কত নামে
তোর দিকে ঘুরে ফিরে দুচোখ এসে থামে।

কিছুটা আছে বাকি কিছুটা চোখে রাখি
বুঝে নেনা তুই আমার!
চল পাখি হয়ে উড়ে ডানা মেলে
ফিরবোনি রে সন্ধ্যে হলে!
ও চল পাখি হয়ে উড়ে ডানা মেলে
ভালোবেসে আদর দিবো ঢেলে।

হারালে খুঁজে নেব তোকেই বারে বার
জানুক লোকে গল্প হোক তোর আর আমার,
আনমনা মন সারাখন তোরি কথা বলে
ছায়ায় ঢেকে রাখা ফুল মায়ার আঁচলে।

কিছুটা আছে বাকি কিছুটা চোখে রাখি
বুঝে নেনা তুই আমার!
চল পাখি হয়ে উড়ে ডানা মেলে
ফিরবোনি রে সন্ধ্যে হলে!
ও চল পাখি হয়ে উড়ে ডানা মেলে
ভালোবেসে আদর দিবো ঢেলে।
_____________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.