![]() |
| অপেক্ষা |
মোবাইলের স্ক্রিনের দিকে কখনো একদৃষ্টিতে তাকিয়ে থেকেছেন একজনকে অনলাইন দেখে তার মেসেজ আসার অপেক্ষায়? ফোনটা বাজলেই কখনো নিজের হার্টবিট বেড়ে গেছে একটা প্রিয় কন্ঠ শোনার অপেক্ষায়? কারোর আসার প্রতীক্ষায় দরজায় বেল বাজার আগেই ঘর থেকে দরজা পর্যন্ত অকারণ হেঁটেছেন কখনো?
হ্যাঁ, এগুলোই অপেক্ষা। অপেক্ষা নাকি বড় সুন্দর কিন্তু তখনই সুন্দর যখন সে অপেক্ষার কাঙ্খিত অবসান থাকে। যখন অপেক্ষা শেষে ওই প্রিয় মেসেজটা আসে, যখন একের পর এক অন্য ফোন আসতে আসতে ওই গলাটাই শুনতে পাই যেটার জন্য যেন কত যুগের প্রতীক্ষা, যখন দরজা খুলে প্রিয় হাসিমুখটা দেখে চোখে বিদ্যুৎ খেলে যায় আর ঠোঁটে হাসি।
কিন্তু কিছু অপেক্ষা থাকে, যে অপেক্ষা এক জন্মে শেষ হয় না। তবু অপেক্ষা থেকে যায়....শেষ দিন পর্যন্ত। অপেক্ষারা বাঁচে তাদের শেষ হওয়ার আশা নিয়ে। অথচ এই অপেক্ষা নিয়ে কত মানুষ শেষ হয় তবু এক জীবনে তাদের অপেক্ষার শেষ হয় না....
-----মুনমুন


