
Bhul Seshe Valobeshe Song Lyrics In Bengali
Bhul Seshe Valobeshe is a new Released song from Bangla Natok Nabik. Sung by Mahtim Shakib. Starring: Tawsif Mahbub And Safa Kabir. Music Composed by Avraal Sahir And Song Lyrics In Bengali Written by M A Alam Shuvo.
Song : Bhul Seshe ValobesheDrama : NabikSinger : Mahtim ShakibLyric : M A Alam ShuvoTune & Music: Avraal SahirDirection : Mohon AhmedLabel : Sultan Entertainment
Bhul Seshe Valobeshe Song Lyrics In Bengali
পেয়েছি তোমায় আপন করে
আর কিছু চাওয়ার নেই,
হেঁটেছি তোমার হাতটা ধরে
ছাড়বো না তোমায় কিছুতেই
মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে
ফিরে দেখো তুমি,
ভালোবেসে মানিয়ে নেবো
তোমার পাগলামী।
ভুল শেষে ভালোবেসে
আবার জড়িয়ে নেবো,
হাত ধরে থেকো পাশে
আমি তোমার হবো।।
তোমার মুখে হাসি দেখে
আমার মন ভরে যায়,
এমন করে থেকো তুমি
বুঝে নিও ইশারায়।
যদি বলো ছেড়ে যেতে
ছাড়বো পৃথিবী,
তোমার জন্য আমার সবই।
যদি বলো ছেড়ে যেতে
ছাড়বো পৃথিবী,
তোমার জন্য আমার সবই।
মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে
ফিরে দেখো তুমি,
ভালোবেসে মানিয়ে নেবো
তোমার পাগলামী।
ভুল শেষে ভালোবেসে
আবার জড়িয়ে নেব,
হাত ধরে থেকো পাশে
আমি তোমার হবো ...

