Type Here to Get Search Results !

Tomake Bujhina Priyo Title Song Lyrics (তোমাকে বুঝি না প্রিয়)

Tomake-Bujhina-Priyo-Title-Song-Lyrics

Tomake Bujhina Priyo Title Song Lyrics (তোমাকে বুঝি না প্রিয়)

"Tomake Bujhina Priyo" is a Popular Love Song From a web series of Addatimes with same name, directed by Arijeet Toton Chakrabarty.
Song Details:
Song : Tomake Bujhina Priyo Title Song
Singer : Rupak Tiary
Music : Savvy
Lyricist : Barish
Hindi Lyricist : Anyaman Majumdar
Mixed and Mastered by : Rupak Tiary
Director : Arijeet Toton Chakrabarty
DOP : Ishwar Barik
Produced By : Surinder Singh and Nispal Singh
Production : Surinder Films Private Limited



Tomake Bujhina Priyo Title Song Lyrics In Bengali

তোমায় এই মন চেয়েও পায় না। কী আঘাতে এমন সে ভাঙা আয়না! এ' দু-চোখেও মেঘ করেছে অল্প। হ্যাঁ ভালোবাসা এক আষাঢ়ে গল্প... তোমাকে বুঝি না, বুঝি না প্রিয় মনে পড়ে তাও এখনও বারেবার... তোমাকে বুঝি না, বুঝি না প্রিয় যদি তুমি চাও, হবে না দেখা আর... তোমায় এই মন চেয়েও পায় না। কী আঘাতে এমন সে ভাঙা আয়না! বোঝানো সোজা নয় এ-বুকে কী যে হয়; কেন ভাঙে রোজ অকারণে হৃদয়... লাগে হ্যাঁ বেরঙিন রাতের চেয়ে দিন। নাই বা নিলে খোঁজ, ভুলো না শুধু ঋণ... তোমাকে বুঝি না, বুঝি না প্রিয় মনে পড়ে তাও এখনও বারেবার... তোমাকে বুঝি না, বুঝি না প্রিয় যদি তুমি চাও, হবে না দেখা আর... Jogi Mein Tera Saiyan (x8)

______________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.