Type Here to Get Search Results !

আমি দেখি – শক্তি চট্টোপাধ্যায় | Ami Dekhi Kobita by Shakti Chattopadhyay | Bangla Kobita

.ami-dekhi-kobita-shakti-chattopadhyay

কবি পরিচিতিঃ

শক্তি চট্টোপাধ্যায় (জন্ম : নভেম্বর ২৫, ১৯৩৩ – মৃত্যু : মার্চ ২৩, ১৯৯৫) ছিলেন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক, যিনি জীবনানন্দ - উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত। ১৯৭৫ তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। ১৯৮২ সালে প্রকাশিত তার ‘যেতে পারি কিন্তু কেন যাবো’ কাব্যগ্রন্থ ইংরেজি এবং মৈথিলী ভাষায় অনুদিত হয়েছে । ১৯৮৩ সালে এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন । 


আমি দেখি কবিতার উৎসঃ

শক্তি চট্টোপাধ্যায় এর অঙ্গুরী তোর হিরণ্য জল – কাব্যগ্রন্থ থেকে বর্তমান আমি দেখি কবিতাটি গৃহীত হয়েছে। কিন্তু পরবর্তীকালে এই আমি দেখি কবিতাটিই আনন্দ পাবলিশার্সে ১৯৮২ সালের মার্চ মাসে যেতে পারি কিন্তু কেন যাবো কাব্যগ্রন্থে সংকলিত করেন।


আমি দেখি
- শক্তি চট্টোাপাধ্যায়ের

গাছগুলো তুলে আনো, বাগানে বসাও
আমাদের দরকার শুধু গাছ দেখা
গাছ দেখে যাওয়া
গাছের সবুজ টুকু শরীরে দরকার
আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার
বহুদিন জঙ্গলে কাটেনি দিন
বহুদিন জঙ্গলে যায়নি
বহুদিন শহরেই আছি
শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে..

তাই বলি, গাছ তুলে আনো
বাগানে বসাও আমি দেখি
চোখ তো সবুজ চায়!
দেহ চায় সবুজ বাগান
গাছ আনো , বাগানে বসাও।
আমি দেখি।।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.