Type Here to Get Search Results !

Mohuar Desh Kobita - Samar Sen । মহুয়ার দেশ - সমর সেন

  mohuar-desh-kobita-samar-sen

 মহুয়ার দেশ কবিতার প্রেক্ষাপট :

স্বাধীনচেতা কবি সমর সেন নাগরিক দুঃস্বপ্নকে মহুয়ার দেশের ক্লান্ত পরিশ্রম এর বিপরীত করে করে তুলেছেন। কবির কাছে মহুয়া দেশের সবুজ প্রকৃতির ক্লান্তি ও যেন এই দূষণের নগরী থেকে অনেক ভালো, এই প্রেক্ষাপটকে অবলম্বন করে কবি মহুয়ার দেশ কবিতাখানি রচনা করেছেন।

মহুয়ার দেশ
                                                                                                        - সমর সেন

মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে
অলস সূর্য দেয় এঁকে
গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ,
আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়।
সেই উজ্জ্বল স্তব্ধতায়
ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে
শীতের দুঃস্বপ্নের মতো।
অনেক, অনেক দূরে আছে মেঘ-মদির মহুয়ার দেশ,
সমস্তক্ষন সেখানে পথের দুধারে ছায়া ফেলে
দেবদারুর দীর্ঘ রহস্য,
আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে।
আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল,
নামুক মহুয়ার গন্ধ।


এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে
মাঝে মাঝে শুনি
মহুয়া বনের ধারে কয়লার খনির
গভীর, বিশাল শব্দ,
আর শিশিরে-ভেজা সবুজ সকালে
অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক,
ঘুমহীন তাদের চোখে হানা দেয়
কিসের ক্লান্ত দুঃস্বপ্ন।

------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.