Type Here to Get Search Results !

Kotota Raat Lyrics (কতটা রাত) Mini | Lagnajita Chakraborty

 Kotota-Raat-Lyrics-from-Mini-Sung-by-Lagnajita-Chakraborty

কতটা রাত বাংলা সিনেমা মিনি'র গান। গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। গানটির সুর দিয়েছেন মৈনাক মজুমদার কতটা রাত গানের লিরিক্স লিখেছেন নীলাঞ্জন চক্রবর্তী।


Song Details: 

Song Name: Kotota Raat
Film Name: Mini
Singer: Lagnajita Chakraborty
Music Director: Mainak Mazoomdar
Lyrics: Nilanjan Chakraborty 
Mixing and Mastering: Debojit Sengupta
Director: Mainak Bhaumik
Produced by: M.K.Media Pvt Ltd & Small Taalk Ideas
Label: Saregama Bengali 

 


Kotota Raat Lyrics In Bengali 

রাতের স্বপ্নে রাখা থাকুক
তোমার আমার হিসেব যত,
কতটা রাত হলে আবার 
সকাল হবে আগের মত ? 
কতটা রাত হলে আবার 
সকাল হবে আগের মত ? 

তুমি নেই রোদ্দুর ফেলে গেছে 
ছায়াগুলো,
কারা যেন শিশিরের গাল ছুঁয়ে 
চোখ মুছে গেল,
আমি নিজেকেই নিজে ডাকি 
তোমার দেওয়া ডাকনাম,
বাতাসের মেয়ে তুমি 
পেখমেই জন্মের দাগ।

তবুও যত্নে রাখা থাকুক
তোমার আমার হিসেব যত,
কতটা রাত হলে আবার 
সকাল হবে আগের মত? 
কতটা রাত হলে আবার 
সকাল হবে আগের মত? 

তুমি নেই কার কাছে কথা দিয়ে 
ভুলে যাব আমি?
কার চোখে ধরা দেবো 
কার নামে দোষ দেবে তুমি? 
তুমি হারিয়ে গিয়েছ মেঘে
বৃষ্টি নামেনি কতদিন,
আমার স্বপ্ন ভেঙে জন্ম নিয়েছ প্রতিদিন।

সেই স্বপ্নেই লেখা থাকুক 
তোমার আমার হিসেব যত,
কতটা রাত হলে আবার 
সকাল হবে আগের মত?
কতটা রাত হলে আবার 
সকাল হবে আগের মত?
কতটা রাত হলে আবার 
সকাল হবে আগের মত ..
________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.