Type Here to Get Search Results !

Sammobadi Kobita Lyrics । সাম্যবাদী কবিতা – কাজী নজরুল ইসলাম

Sammobadi Kobita Lyrics । সাম্যবাদী কবিতা – কাজী নজরুল ইসলাম

লেখক পরিচিতি:
বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন , বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক,  বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী  কাজী নজরুল ইসলাম। 
Sammobadi Kobita Lyrics । সাম্যবাদী কবিতা – কাজী নজরুল ইসলাম
প্রেক্ষাপট:
‘সাম্যবাদী’ কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্যগ্রন্থ। বইটি ১৯২৫ সালের ডিসেম্বরে (পৌষ,১৩৩২) প্রকাশিত হয়। কাব্যগ্রন্থের কবিতাগুলোয় বেশিরভাগই মানবিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবসমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কবির বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠা সবচেয়ে সম্মানের। নজরুলের এ আদর্শ আজও প্রতিটি মানুষের জীবনপথের প্রেরণা।



সাম্যবাদী 
- কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান- 
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান 
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান। 
গাহি সাম্যের গান! 
কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো? 
কন্‌ফুসিয়াস্‌? চার্বআখ চেলা? ব’লে যাও, বলো আরো! 
বন্ধু, যা-খুশি হও, 
পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও, 
কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক- 
জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব প’ড়ে যাও, যত সখ- 
কিন্তু, কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল? 
দোকানে কেন এ দর কষাকষি? -পথে ফুটে তাজা ফুল! 
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, 
সকল শাস্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ! 
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, 
তোমার হৃষয় বিশ্ব-দেউল সকল দেবতার। 
কেন খুঁজে ফের’ দেবতা ঠাকুর মৃত পুঁথি -কঙ্কালে? 
হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে! 


বন্ধু, বলিনি ঝুট, 
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। 
এই হৃদ্য়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, 
বুদ্ধ-গয়া এ, জেরুজালেম্‌ এ, মদিনা, কাবা-ভবন, 
মস্‌জিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, 
এইখানে ব’সে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। 
এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা, 
এই মাঠে হ’ল মেষের রাখাল নবীরা খোদার মিতা। 
এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি 
ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি’। 
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহবান, 
এইখানে বসি’ গাহিলেন তিনি কোরানের সাম-গান! 
মিথ্যা শুনিনি ভাই, 
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।
--------- সমাপ্ত ---------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.