Prothom Dekhate song's lyrics written by Sudarshan Das. Prothom Dekhate Song is sung by Keshab Dey and also Music is given by Keshab Dey. Prothom Dekhate Is Produced by Team KD.
Song Details:
Song: Prothom Dekhate
Singer: Keshab Dey
Lyrics & Tune: Sudarshan Das
Additional shayari: Badal Paul
Music: Keshab Dey
Direction: Shampad Banik
Lable: KD Entertainment
Prothom Dekhate Song Lyrics In Bengali
প্রথম দেখাতে, প্রথম ছোঁয়াতে
কেড়ে নিলে আমার এ মন..
প্রথম হাসিতে, ভালোবাসাতে
সাজিয়ে দিলে আমার এ জীবন..
কিছু চাওয়াতে, তোমার ছোঁয়াতে
পুড়েছি এখন, বুঝিনি তখন ও..
রা.রা রারা রা ..
আবেগের আদরে তোমায় ছুঁলাম
মনেরই গভীরে তোমায় পেলাম..
না বলা কথাতে বুঝে নিলাম
আমারই সবটুকু তোমায় দিলাম..
কিছু চাওয়াতে, তোমার ছোঁয়াতে
পুড়েছি এখন, বুঝিনি তখন ও..
রারা রারা রা ..
হাজার রাগ অভিমান সত্ত্বেও
আবদার গুলো বারবার
তোর কাছেই ছুটে আসে..
কি করে ভুলে থাকবো বল?
এই আমিটা যে তোকে বড্ড ভালোবাসে।
🌼🌼🌼🌼🌼