Type Here to Get Search Results !

Keu Jaane Naa Lyrics (কেউ জানে না) Arijit Singh | Raavan

Keu-Jaane-Naa-Lyrics-from-Raavan-Jeet-Lahoma

Keu Jaane Naa Song Is Sung by Arijit Singh from Raavan Bengali Movie Directed by M N Raj. Music Composed by Savvy. Keu Jaane Naa Lyrics Written by Prosen.


Song : Keu Jaane Naa
Movie : Raavan 
Singer : Arijit Singh
Lyrics : Prosen
Music : Savvy
Programmed and Arrangement : Abhijit Nalani 
Mixed and Mastered by : Subhadeep Mitra 
Direction by : M N Raj 
Dop : Manas Ganguly
Screenplay & Dialogue : Arnab & Anubhab
Produced by : Jeet, Gopal Madnani & Amit Jumrani
Label : Grassroot Entertainment

 


Keu Jaane Naa Song Lyrics In Bengali

পাগল হয়ে আছি, তোরই কারণ 
সাথে করে এনেছি, নে এই মন,
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়। 

তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 

তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।। 

সত্যি করে বল, তোর কি মনে হয় 
মনের কোলাহল কেউ কারো নয়,
ব্যস্ত আছে খুব বুকের চলাচল 
মায়াবী লাগে সব রুপোলি এ সময়। 

তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 

তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।

একলা ছিল মন ধূসর এতো দিন 
এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর 
বেঁচে থাকাই দায়, মোর যাওয়া কঠিন। 

তোর চোখের ঝিল, জানি 
পেরোনো মুশকিল, মানি 
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে 
আমারই দুটো পা। 

তোকে একার দেখার লুকিয়ে কি মজা 
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
______

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.