
Song : Aar Kadas NaSinger : Keshab DeyCover by : Arpita BiswasLyrics & Composition : Sunil - RajatMix & Mastering : Arnab ChowdhuryStory & Dirrection : ShampadDOP : Shampad BanikEdit, Colour & Di : Suman TikaderThumbnail & Cover Design : Sribash DebMusic Lable : KD Entertainment
Aar Kadas Na Song Lyrics In Bengali
কত আবেগ দিয়েই ইচ্ছেগুলো
তোর সাথে সাজিয়েছিলাম,
তোর বলা সব মিথ্যেগুলো
সত্যি ভেবে এগিয়েছিলাম।
তাই বুঝি কি করলি এমন
ব্যথা দিলি শেষে,
তোর মতো কে দারুন করে,
মিথ্যে ভালোবাসে।
আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই,
আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
হয়তো কোনদিন তুই চাইবি আমাকে
সেদিনও তুই অন্য কারো আমি আকাশে,
তারার মতো জ্বলবো, না হলে জোনাকী
তুবও ওরে তোর মত হায়, দেবো না ফাঁকি।
একদিনও কি ভালবাসা ছিল নারে মনে
দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে।
আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই,
আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
🌼🌼🌼🌼🌼

