Beshure Lyrics by Somlata Acharya Chowdhury from Upcoming Bengali Movie Mini. Music Composed by Savvy And Beshure Lyrics Written by Ritam Sen.
Song Beshure
Film Name: Mini
Singer: Somlata Acharya Chowdhury
Music Director: Savvy
Lyrics: Ritam Sen
Director: Mainak Bhaumik
Programmed and arranged by: Rupak Tiary
Mixed and mastered by: Subhadeep Mitra
Produced by: M.K.Media Pvt Ltd & Small Taalk Ideas
Label : Saregama Bengali
Beshure Lyrics from Mini
আলুকাবলি ইচ্ছে গুলো
লঙ্কা মাখলে লাগবে ভালো,
পাগলাঝোরা রূপকথারা
বন্ধু হয়ে হাত মেলালো,
মন গাইছে গাইছে বেসুরে
মন গাইছে গাইছে বেসুরে।
রঙমশালে ডাকটিকিটে
ডাক পাঠাবো তোর বাড়িতে,
মন গাইছে গাইছে বেসুরে
মন গাইছে গাইছে বেসুরে।
ছেলেমানুষী রোদে যাচ্ছে ভেসে
আমাদের সব দুষ্টুমি,
বন্ধু মিলে যায় সব বয়েসেই
জেনো তুমি।
মন গাইছে গাইছে বেসুরে,
মন গাইছে গাইছে বেসুরে ..
স্কুলপালানো খুনসুটিতে
চুল খুলেছে আলগা ফিতে,
কোল্ড-কফিতে গলছে ফেনা
তুই ছাড়াতো ভাল্লাগে না।
মন গাইছে গাইছে বেসুরে,
মন গাইছে গাইছে বেসুরে ..
__________