
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' কাহিনীর উপর ভিত্তি করে আধুনিক প্রেক্ষাপটের ওয়েব সিরিজ "শ্রীকান্ত" যেখানে রাজলক্ষ্মী ও শ্রীকান্তর প্রেমকে দেওয়া হয়েছে আধুনিকীকরণের ছোঁয়া। সেই সিরিজেরই গান "আমাকে নাও" গানটি গেয়েছেন দেবায়ন ব্যানার্জি। গানটির লিরিক্স লিখেছেন প্রলয় সরকার ও জ্যোতি হাজরা।
Song : Amake Nao
Web Series Name : Srikanto
Singer : Debayan Banerjee
Lyricis : Pralay Sarkar & Jyoti Hazra
Composer : Pralay Sarkar
Cast : Rishav Basu, Sohini Sarkar,Angana Roy, Sukrit Saha And Others
Mixed and mastered by : Debayan Banerjee
Director : Sani Ghosh Ray
Amake Nao Song Lyrics In Bengali
আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও,
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও।
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ,
নাও প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও দু চোখ ভরে নাও।।
তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা,
এই ঘুম ঘোর নাও না ..
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা যোগান হয়ে বাজে,
যদি ফের দেখা দাও ..
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও উজাড় করে নাও।
আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও,
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও,
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ,
নাও প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও দু চোখ ভরে নাও।।
🌼🌼🌼🌼🌼

