Type Here to Get Search Results !

Phagun Legechhe Sakhe Sakhe Lyrics (ফাগুন লেগেছে শাখে শাখে) Piu | Holi Special Song By SBS

Phagun Legechhe Sakhe Sakhe Lyrics (ফাগুন লেগেছে শাখে শাখে) Piu | Holi Special Song

Phagun Legechhe Sakhe Sakhe Lyrics by Piu Holi Special Song

Phagun Legechhe Sakhe Sakhe Lyrics by Piu :

Phagun Legechhe Sakhe Sakhe Song Is Sung by Piu Mukherjee. Song Mixing and Mastering by Goutam Basu. Music Composed by And Phagun Legechhe Sakhe Sakhe Lyrics Written by Ayesha Mukherjee.

Song : Phagun Legechhe Sakhe Sakhe 
Vocals : Piu Mukherjee
Composition & Lyrics : Ayesha Mukherjee 
Chorus : Payel, Sohini, Alokdipta
Cast : Piu, Payel, Sohini, Alokdipta, Sufol And Konica.
Arrangement : Prattyush Banerjee 
Mixed & Mastered by : Goutam Basu
Dop : Subhadeep Bag
Edit : Hiranmay Biswas
Label : Asha Audio

Phagun Legechhe Sakhe Sakhe Song Lyrics In Bengali :

আজ এ আনন্দ প্রভাতে
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে। 

প্রেমের আবিরে মাখা গোপী 
খেলবে শ্যামেরই সাথে হোলি,
প্রেমের আবিরে মাখা গোপী 
খেলবে শ্যামেরই সাথে হোলি,
রঙের নেশায় দোলে মধু মাধবী,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ  ছড়ালো আকাশে বাতাসে, 
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে। 

কোন ফাগুয়ার ছোঁয়ায় 
মাতে ব্রজগণ নেশায় মগণ,
রঙ্গীন হাওয়ায় আজি 
দোলে ত্রিভুবন, যেন নবজীবন,
খেলাতে, হাসিতে, বেলা বয়ে যায়। 

যাই ভেসে চলে, বিরহ যত 
চোখে স্বপ্ন জাগলো কত,
যাই ভেসে চলে, বিরহ যত 
চোখে স্বপ্ন জাগলো কত,
মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে
ফাগুন লেগেছে শাখে শাখে, 
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে
আজি এ আনন্দ প্রভাতে, 
আজি এ আনন্দ প্রভাতে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.