Ore Grihabasi Lyrics Rabindra Sangeet :
Ore Grihabasi Rabindra Sangeet Is Sung by Aditi Gupta. Same Song Is Sung by Srabani Sen And Many Various Artists In Their Own Way. Ore Grihabasi Lyrics Written by Rabindranath Tagore.
Song : Ore Grihabasi Khol Dwar KholLyrics : Rabindranath TagoreArtist : Aditi GuptaTaal : KaharwaRaag : Bibhas-BaulParjaay : Prakriti-197Upa-parjaay: Basanta-10
Ore Grihabasi Song Lyrics In Bengali
ওরে গৃহবাসী,
খোল দ্বার খোল
লাগলো যে দোল,
জলে স্থলে বনতলে
লাগলো যে দোল
দ্বার খোল, দ্বার খোল।
ওরে গৃহবাসী
খোল দ্বার খোল
লাগলো যে দোল।।
রাঙা হাসি রাশি রাশি
অশোকে পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা
প্রভাত আকাশে।
নবীন পাতায়
লাগে রাঙা হিল্লোল,
দ্বার খোল, দ্বার খোল,
ওরে গৃহবাসী
খোল দ্বার খোল
লাগলো যে দোল,
জলে স্থলে বনতলে
লাগলো যে দোল
দ্বার খোল, দ্বার খোল।।
বেণুবন মরমর দখিনা বাতাসে
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে,
বেণুবন মরমর দখিনা বাতাসে
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
মৌমাছি ফিরে যাচি
ফুলের দখিনা,
পাখায় বাজায় তার
ভিখারীর বীণা।
মাধবীবিতানে বায়ু
গন্ধে বিভোল,
দ্বার খোল, দ্বার খোল,
ওরে গৃহবাসী,
খোল দ্বার খোল
লাগলো যে দোল,
জলে স্থলে বনতলে
লাগলো যে দোল
দ্বার খোল, দ্বার খোল
ওরে গৃহবাসী
ওরে গৃহবাসী।।