Mamo Chitte Niti Nritye Song Is Sung by Arijit Singh from Shikari Bengali Movie. Momo Chitte Song Lyrics written by Rabindranath Tagore. Starring: Shakib Khan And Srabanti. This Is Bosonto Utshab Special Bengali Song.
Movie: Shikari
Song Name: Mamo Chitte Niti Nritye (মম চিত্তে নিতি নৃত্যে)
Singer: Arijit Singh & Madhura
Lyricist: Rabindranath Tagore
Composer: Indradip Dasgupta
Director: Joydep Mukherjee & Zakir Hossain Simanto
Label: Eskay Movies
Mamo Chitte Niti Nritye Lyrics In Bengali
মম চিত্তে নিতি নৃত্যে, কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ (x2)
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ (x2)
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
হাসি কান্না, হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে (x2)
নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
মম চিত্তে নিতি নৃত্যে, কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ (x2)
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
মম চিত্তে নিতি নৃত্যে, কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
__________