Type Here to Get Search Results !

Jol Lyrics (জল) Rehaan | Urchi Tomar Preme Natok Song

 

Jol-Lyrics-by-Rehaan-from-Urchi-Tomar-Preme-Natok-Song

Jol is the latest Bengali Song Sung by Rehaan. Music Composed by Ahmmed Humayun. Jol Lyrics In Bengali Written by A Mizan and Song Programming Arrangements, Directed by Jakaria Showkhin.

Song : Jol
Drama : Urchi Tomar Preme
Singer : Rehaan
Lyric : A Mizan
Tune & Music : Ahmmed Humayun
Director : Jakaria Showkhin
D.O.P : Kamrul Islam Shuvo
Producer : Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment

Jol Song Lyrics In Bengali 

আমি তোমার নাম দিয়েছি জল
তুমি আমার গাল গড়িয়ে নামো,
বুকে নেই সুখ, চেনা চিরকুট
ভিজে কালো চোখের বরষায়।
আমার ভেতর পুড়ছি আমি
তোমার দেওয়া খরতায়,
তোমার ভেতর উড়ছি আবার
থেমে যাই জড়তায়।।
এ-পাশ ও-পাশ, মনের দু-পাশ
ঘিরে আছে শুধু চেনা দীর্ঘশ্বাস,
এ-পাশ ও-পাশ, মনের দু-পাশ
ঘিরে আছে শুধু চেনা দীর্ঘশ্বাস,
বুকে নেই সুখ, চেনা চিরকুট
ভিজে কালো চোখের বরষায়।
আমার ভেতর পুড়ছি আমি
তোমার দেওয়া খরতায়,
তোমার ভেতর উড়ছি আবার
থেমে যাই জড়তায়।।
ধূলোর মিছিলে দিয়েছি যোগ
এলোমেলো জীবন করি উপভোগ,
ধূলোর মিছিলে দিয়েছি যোগ
এলোমেলো জীবন করি উপভোগ,
বুকে নেই সুখ, চেনা চিরকুট
ভিজে কালো চোখের বরষায়।
আমার ভেতর পুড়ছি আমি
তোমার দেওয়া খরতায়,
তোমার ভেতর উড়ছি আবার
থেমে যাই জড়তায়।।
আমি তোমার নাম দিয়েছি জল
তুমি আমার গাল গড়িয়ে নামো,
বুকে নেই সুখ, চেনা চিরকুট
ভিজে কালো চোখের বরষায়।
আমার ভেতর পুড়ছি আমি
তোমার দেওয়া খরতায়,
তোমার ভেতর উড়ছি আবার
থেমে যাই জড়তায়।।
_______

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.