Film Name: Chirodini Tumi Je Amar 2
Song Name: Eka Ekela Mon (একা একেলা মন)
Singer: Arijit Singh & Suha Khan
Music Composer: Jeet Gannguli
Lyrics: Prasen
Director: Soumik Chattopadhyay
Producer: Shree Venkatesh Films pvt ltd
Eka Ekela Mon Lyrics In Bengali
একা একেলা মন,
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন,
কিনেছে মন কেমন (x2)
ভাবনা তোমারই, ঘিরেছে আমায়,
কেন অকারণ
আনমনা মন কেমন,
মন মরা মন কেমন
একা একেলা মন।
ছায়া পেলে তোমার,
ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙ্গেচুরে আমি,
বসে আছি দেখো
তুমি আসবে বলে (x2)
মুখের আদলে, কত কি যে বলে,
হারালে এখন
আনমনা মন কেমন,
মনমরা মন কেমন
একা একেলা মন।
কিছু আশা বাকি,
ভালোবাসা বাকি
আরো কত কি যে
ফিরে এসো কাছে,
কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে (x2)
আশেপাশে চলো, তবুও না বলো
হোলো কি এমন
আনমনা মন কেমন,
মন মরা মন কেমন
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন,
কিনেছে মন কেমন
একা একলা মন ..

