Choache Hiim Song Is Sung by Rishav Chakraborty. Music Arranged by Soumyadeep Subhadeep. Music Composed by Rishav And Choache Hiim Lyrics Written by Samiran Barui.
Song : Choache HiimVocal, Music & Composition : Rishav ChakrabortyLyrics : Samiran BaruiMixing & Mastering : Somagni BiswasFlute : Subhamoy GhoshPercussion : Agnitray ChakrabartyStudio : Skyscraper StudioArt Work : Sagnik Kundu
Choache Hiim Song Lyrics In Bengali
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।
ইশারায় তুলোর বালিশ
অজানা রাজ্য সালিশ,
জাপ্টে সুখ কোলের খাদে
পদ্য হয়ে যায়।
খানিক জব্দ দূরে ঠেলছি
সরল অঙ্ক চুলে খেলছি,
বরফ গলছে হাতের মালসাট
নাছোড় এমন গায় ..
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।।
কেমন ভালো মন্দ লাগা
পরিপাটির ফ্রেম,
হাজার ফর্দ অভাব মাঝে
উঁকি মারে প্রেম।
টিপের পাতায় আবেগ জমায়
দেওয়াল পাতায় ভাব,
কাঁচের বয়াম জমায় খুশি
তেঁতুল পাতার খোয়াব।
এহেন দিন কাটে, যাপনে রাত
হেরেও মন পাবে যুদ্ধ জয়,
রাজ্যপাট জানে কাজল এ চোখ
হাতের রেখায় জানি,
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।।
এক ঝাঁক সিঁদুরি লালী
চৌকাঠ সংসার,
দুই ধাপ আলপনা এঁকে
আঁচলের ঘর।
বুকঝিম স্বপ্নরা শোনে
মায়ার কাঁকন,
বজায় দিলরুবা সাঁঝে
এক মাঝি মন।
দেওয়া নেওয়া হয় অভিসারেতে
আর অভিমান দূরে সরাতে,
গুন করে নাও, ভাগ করে নাও
দুই সুখ যাত্রী ঘোর মাথা,
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।
ইশারায় তুলোর বালিশ
অজানা রাজ্য সালিশ,
জাপ্টে সুখ কোলের খাদে
পদ্য হয়ে যায়।
খানিক জব্দ দূরে ঠেলছি
সরল অঙ্ক চুলে খেলছি,
বরফ গলছে হাতের মালসাট
নাছোড় এমন গায় ..
ছোঁয়াচে হিম বাড়ছে
কাতুরে বুক গালচে,
আবরণ জমায় আগুন
ডুবে মেখে যায়।।
________________________

