Type Here to Get Search Results !

প্রাক্তন - Prakton । Short Story by Ansarul HQ

প্রাক্তন - Prakton । Short Story by Ansarul HQ

প্রাক্তন

 প্রেক্ষাপট: ফেসবুক গ্রুপের এক ইভেন্টে অংশগ্রহন

এর আগে কখনো গ্রূপের কোনো ইভেন্টে তেমনভাবে পার্টিসিপেট করিনি। তবে কেন জানিনা সকালবেলা হঠাৎই “প্রাক্তন” ইভেন্ট দৃষ্টিগোচর হলো, আর কিছু কথা শেয়ার করতে ইচ্ছে হলো।

         দিনটা ১২অক্টোবর ২০১৯, বিকেল ৩টা বেজে ৯মিনিট। মোস্ট প্রব্যাবলি একসঙ্গে সেই দিনটিতেই সবথেকে বেশি টাইম স্পেন্ড করেছিলাম (প্রায় দেড় ঘন্টা, অতটাও হয়তো হতো না! যদি সময়মতো ট্রেন এসে পৌছাতো)।

আমরা সকলেই ভালোবাসার মানুষটিকে না পেলে তাকে “প্রাক্তন” নামে আখ্যায়িত করি। তবে আমি না পাওয়া ভালোবাসার মানুষটিকে “প্রাক্তন” তকমা দেওয়ার পক্ষপাতী নয়। কেননা “প্রাক্তন” শব্দটি শুনলেই সকলের মাথায় একটাই চিন্তা আসে - ধোঁকাবাজ, বেঈমান, ঠক, প্রতারক, মিথ্যুক, না জানি আরও কত কি! অনেকেই “প্রাক্তন” শব্দটি শুনলেই অশ্লীল গালিগালাজ করে থাকে/থাকেন।

এই কারনেই আমার ব্যর্থতার গল্প কাউকেই শোনাতে চাইনা। আমি চাইনা কেউ প্রিয় মানুষটার সম্পর্কে কু-মন্তব্য করুক। কেননা সেই মানুষটাই তো আমার লাইফের সবথেকে স্পেশাল মানুষ। স্পেশাল কিছু দেখেছিলাম বলেই তো না ভালোবেসে থাকতে পারিনি।

ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার পরে সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা সবসময়ই যদি তাকে গালিগালাজ করি, তাকে নিয়ে কু-কথা বলে বেড়ায়, তবে কেমন প্রেমিক আমরা?

আমাদের আলাপ ৩১ডিসেম্বর ২০১৮ এর শেষ মুহুর্তে হোয়াটস্যাপে একে অপরকে “অগ্রিম নববর্ষের শুভেচ্ছা” বিনিময়ের মাধ্যমে হয়। তারপর রাত বারোটা বাজতেই কয়েকটা মাত্র কথা হয়। একমাস পর আবার ৩১ জানুয়ারি ২০২০ আবার কথোপকথন শুরু হয়। এর মাঝে কোনো যোগাযোগ হয়নি কেননা ও হোস্টেলের স্টুডেন্ট ছিল।

সম্পর্কের শুরুতে তার ব্যাপারে তেমন কিছুই জানতাম না। তবে বাক্যালাপ করতে করতে অনেক কিছু জানি। সবাই বলে মন দেখে ভালোবেসেছি, তার রূপ দেখে নয়। তবে সেটা কি আদৌ সম্ভব? একদমই না। কেননা আমাদের প্রধানত যেটা চোখে পড়ে সেটা হলো রূপ, আমরা ব্যক্তিত্বের প্রেমে খুব কমই পড়ি। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে সম্পূর্নটা সঠিক নয়, কিছুটা রূপ আর বাকিটা তার জীবনে অবিরাম ঘটে চলা যন্ত্রনাদায়ক অনুভূতির প্রকাশ আমাকে স্থির থাকতে দেয়নি। কেন জানি না তার কষ্টটা নিজেরই কষ্ট মনে হয়েছিলো, সেদিনই পরক্ষনেই প্রপোজ করে ফেলি, “তুমি কি আমার মন রাজ্যের রানী হবে?” সম্পর্কের শুরুটা হয় ৪ ফেব্রুয়ারি ২০১৯. কয়েক মুহূর্ত পর উত্তর আসে “Mi Amas Vin” পরক্ষনেই দেখি “This Message was deleted”


তারপর চলতে থাকে কথোপকথন। আর পাঁচটা রিলেশনশিপের মতো রিলেশনশিপ আমাদের ছিলো না। প্রতিনিয়ত কথা বলার সুযোগও পেতাম না। এক কথায় বলতে গেলে “We're in Long Distance Relationship” কিছুদিন পরই তার পারিবারিক প্রাচুর্যের কথা জানতে পারি.. আমার মনে হয়েছিলো সেখানেই নিজেকে থামিয়ে দেওয়া উচিত। আমি তাকে বলি, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। কারন I Believe in Equality... এক্ষেত্রে হয়তো সকলের মতামতের সঙ্গে আমার মতামতের মিল নাও থাকতে পারে। কিন্তু সে মোটেও মেনে নিতে চাইনি। সে বলেছিলো “মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য ভালোবাসিনি”। এভাবেই চলতে থাকে সম্পর্ক Weekend শেষে প্রায় প্রতি রবিবার কল আসতো, মাঝে মধ্যে কখনও দেখাও হয়েছে.. তবে সেটা খুব বেশি না। তারপরই আসে ওর H.S Exam (2021), সেটা নিয়ে দুজনেরই অনেক বড় এক্সপেক্টশন  ছিলো। সবকিছুই বেশ ঠিকঠাক চলছিলো। Exam অসম্পূর্ণ অবস্থায় বাড়ি ফিরে গেলেও মোটামুটিভাবে আগের থেকে বেশিই কথা বলার সুযোগ পেতাম। কিছুদিন পর রেজাল্ট প্রকাশ হয়। দুর্ভাগ্যক্রমে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারলেও এক্সপেক্টশন এর ধারে কাছে পৌঁছাতেই পারেনি। সেদিন ওর চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম বললে ভুল হবে; তবে ওর চেয়ে কোনো অংশেই কম কষ্ট পায়নি।

কিছুদিন পরই আমার জন্মদিনে সেই প্রথম উইশ করেছিলো.."আমি সে আমার থেকে একটাই জিনিস চেয়েছিলো আমার লাস্ট বার্থডে পর্যন্ত পাশে থাকত  ...নিয়তির পরিহাসে, তার আচরনে একটু-আধটু পরিবর্তন আসে ২০.০৬.২০২০ ঠিক ১৬মাস ১৬দিন পর সে জানায়.. ও আমার সাথে রিলেশন Continue করতে পারবে না। কেননা, ওর বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নেবেন না, যদি বাড়ি থেকে জানতে পারেন তবে ওর বিয়ে দিয়ে দেবে, পড়াশুনা বন্ধ করে দেবে।

হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারিনি...😔

তবে আমি ওকে আগেও একটা কথা বলেছিলাম আর সেদিনও বলেছিলাম..আমি অমন বিচ্ছেদ চায়না যেখানে যদি কখনও একে অপরের দেখা হয় দুজন-দুজনেই মুখ ফিরিয়ে নেবো... আমি চেয়েছিলাম বিচ্ছেদের পরেও যেন দুজনের একে অপরের প্রতি সম্মান-শ্রদ্ধাটুকু থাকে। সেও রাজি ছিলো।

হয়তো বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি সম্মান-শ্রদ্ধাবোধটুকু থাকলে বিচ্ছেদের যন্ত্রনায় তুচ্ছ মনে হতো। কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি।। আজ আমরা একে অপরের ব্লকলিস্টে।।

        অনেকেই প্রশ্ন করে/করেছে, কি রে এখনও ভালোবাসিস?

According to Me..--- “ভালোবাসতাম বলে কোনো শব্দ হয়না। হয় আজও ভালোবাসি, নয়তো কখনই ভালোবাসিনি। কেননা ভালোবাসা এমনই একটা বস্তু যার কখনো পাস্ট টেন্স হয়না।”

তবে যাইহোক, আর পাঁচটা ব্যর্থ প্রেমিকের মতো আমিও একজন। তবে আমি কখনই তোমাকে আর পাঁচজনের মতো দোষারোপ কিংবা অভিশাপ দেবোনা, বলবো না যে যা করেছো তার ফল তোমাকে পেতেই হবে।

                     তবে পরিশেষে একটায় কথা বলবো, যদি কোনোভাবে এই পোস্টটা তোমার কাছে পৌঁছায় তবে বলতে চাই, “যেখানেই থাকো, ভালো থেকো। আজও ভালোবাসি। তোমার প্রতি ভালোবাসা একটুও কমেনি, বরং ভালবাসা বেড়ে চলেছে। হয়তো দূরে সরে না গেলে কখনই বুঝতে পারতাম না, কতটা ভালোবাসি তোমায়। তোমার কথা মনে পড়েনা এমন কোনো মুহূর্ত নেই। তবে মনে পড়লেই কষ্ট পায় ঠিকই, আবার এই ভেবে আনন্দ পায় যে ভালোবেসেছিলাম, ভালোবাসি বলেই তো কষ্ট পায়। তবুও বলবো যতই কষ্ট হোক না কেন আজও ভালোবাসি আর আগামীতেও বাসবো। আজও তোমার অপেক্ষায় আছি।”

               -Ansarul HQ
#প্রাক্তন

______________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.