Type Here to Get Search Results !

অবহেলা - Obohela । Short Story । Heart Touching Love Story

অবহেলা - Obohela । Short Story । Emotional Love Story
অবহেলা - Obohela । Short Story
 

—অবহেলার একটা লিমিট থাকা দরকার...।

কেউএকজন তোমাকে দিনের পর দিন কেয়ার করে যাচ্ছে আর তুমি সেগুলো মুচকি হেসে এড়িয়ে গিয়ে ভাবছো এসব তোমারই প্রাপ্য...।


এরকম তো কতজনই আছে কেয়ার করার...।

-এমনটি যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো...।
হাজার মানুষের কেয়ারের ভিড়ে তুমি আসল মানুষের আলাদা কেয়ারটুকু টের পাচ্ছোনা....।
একদম না...।

কেউ একজন তোমার ছোট্ট একটি “টেক্সটের” আশায় ঘন্টার পর ঘন্টা ডাটা অন রেখে কি পরিমান ছটফট করতে পারে, তুমি সেটা কখনও দেখোনি বলে এমনটা ভাবছো...।

মেসেজ বক্সে হাজার হাজার শব্দ মিলিয়ে দু-ঘন্টা ধরে সাজানো কষ্টের ভাষাগুলো লিখে সেন্ড করার ঠিক আগ মূহুর্তে ডিলিট বাটনে চাপ দিয়ে রাখাটা যে কতটা যন্ত্রনার
তুমি সেটা বুঝোনা বলে এমনটি করো...।

তোমার একটি মাত্র ফোন কলের আশায় বিছানার এপাশ-ওপাশ করে কত যে নির্ঘুম কেটে গেছে মানুষটার তুমি সেটা কখনই জানতে পারোনা বলে মানুষটিকে সস্তা ভাবো...।

বিশ্বাস করো তোমার থেকে অবহেলা পাওয়া
এই মানুষটা মোটেই সস্তা কোনো মানুষ নয়.... অদ্ভুত রকমের একটা ধৈর্য্য-শক্তি আছে তার মাঝে...তুমি ধারনাও করতে পারবেনা তার সিম্পল একটি মেসেজের জন্য কতো মানুষ যে পাগল হয়ে আছে...।

অথচ সে তোমার জন্য পাগল.. স্রেফ তোমার জন্য তার হৃদয়ের জায়গাটুকু বরাদ্দ... মনে রাখবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষের অভাব নেই পৃথিবীতে...কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব....

খুব খুব অভাব....।

তাই কাউকে পেয়েও হারিয়ে যেতে দিওনা...!!

কিছু মানুষকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না।
তেমনই কিছু মানুষকে মনে রাখারও প্রশ্ন আসে না।

কারন কিছু মানুষের ভূমিকা থাকে জীবনে মনে রাখার মতোই।
আবার কিছু মানুষের ভূমিকা থাকে ভুলে যাওয়ার মতো।

তবে মজার বিষয় হলো যাকে মনে রাখার প্রয়োজন, আমরা তাকেই ভুলে যাই।
আর, যাকে ভুলে যাওয়ার প্রয়োজন, আমরা তাকেই ভুলতে পারি না।

_____________

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.