Gahana Kushuma Kunj Majhe Lyrics Rabindra Sangeet


Gahana Kushuma Kunj Majhe Rabindra Sangeet Sung by Nandita Mukherjee. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Song Recorded, Dubbed, Mixed And Mastered By Goutam Basu.
Song : Gahana Kushuma Kunj MajheLyrics & Tune : Rabindranath TagoreVocal : Nandita MukherjeeMusic Directed by : Srikanta AcharyaMusic Arrangement : Partha PaulD.O.P : Arafat Sarker RaselDirection : Abdullah Al Maymun ChowdhuryLabel : Dhruba Music Station
Gahana Kushuma Kunj Majhe Song Lyrics In Bengali :
গহন কুসুম কুঞ্জ মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে
সজনি আও আও লো,
গহন কুসুম কুঞ্জ মাঝে।।
পিনহ চারু নীল বাস
হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
পিনহ চারু নীল বাস
হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস,
কুঞ্জবনমে আও লো।
গহন কুসুম কুঞ্জ মাঝে।।
ঢালে কুসুম সুরভভার
ঢালে বিহগ সুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার
বিমল রজতভাতি রে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
ফুটল সজনি পুঞ্জে পুঞ্জে
ফুটল সজনি পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে।
গহন কুসুম কুঞ্জ মাঝে।।
দেখ লো সখি শ্যামরায়
নয়নে প্রেম উথল যায়,
মধুর বদন অমৃতসদন
চন্দ্রমায় নিন্দিছে।
আও আও সজনিবৃন্দ
হেরব সখি শ্রীগোবিন্দ,
আও আও সজনিবৃন্দ
হেরব সখি শ্রীগোবিন্দ,
শ্যামকো পদারবিন্দ
শ্যামকো পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে।
গহন কুসুম কুঞ্জ মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে
সজনি আও আও লো,
গহন কুসুম কুঞ্জ মাঝে।।