
Sesh Hoye Elo Sathi Lyrics by Nachiketa Chakraborty :
Sesh Hoye Elo Sathi Song Is Sung by Nachiketa Chakraborty from Chuti Bengali Short Film. Music Composed by And Song Lyrics In Bengali Written by Pallab Gautam.
Song : Sesh Hoye Elo SathiShort Film : ChutiSinger : Nachiketa ChakrabortyLyrics & Composition : Pallab -GautamDirector : Aniruddha GhoshProducer : Dinajpur KristiMusic Label : Times Music Bangla
Sesh Hoye Elo Sathi Song Lyrics In Bengali
শেষ হয়ে এলো সাথী
দিন ঝিলমিল নদীর তীরে,
এক আকাশ জোড়া হিংসার
ছাই উড়ছে অহঙ্কারে।
থাক আগুন শুধু ফাগুনে
থাক আগুন শুধু ফাগুনে
তাকে বেঁধে রেখেছি গানে।
শেষ হয়ে এলো সাথী
দিন ঝিলমিল নদীর তীরে,
এক আকাশ জোড়া হিংসার
ছাই উড়ছে অহঙ্কারে।।
শেখা মানে শেখা হয়নি কখনও
অজানা শ্রান্ত এ মন,
যা ছিল চাওয়া, পাওয়া হল না তা
চলে গেলো কত শ্রাবন।
সময়ের মোহতাজ
যত আপাত সাজ,
সবই মৃত্যুগামী ধীরে।
শেষ হয়ে এল সাথী
দিন ঝিলমিল নদীর তীরে,
এক আকাশ জোড়া হিংসার
ছাই উড়ছে অহঙ্কারে।।
নেই ম্যান নেই হুঁশ
স্বপ্নেরা ফানুস, মানুষ রুপি জানোয়ার,
জীবন অবিশ্বাস, নয়তো পরিহাস
বৈচি কেন দায়ভার।
কারো শক্তির নেশা, আসক্তির নেশা
চল ছুটি দিকশূন্য পুরে ..
শেষ হয়ে এলো সাথী
দিন ঝিলমিল নদীর তীরে,
এক আকাশ জোড়া হিংসার
ছাই উড়ছে অহংকারে।।

