Type Here to Get Search Results !

O Mon Majhi Lyrics (ও মন মাঝি) - Abir Biswas | Latest Bengali Song

O Mon Majhi is a latest Bengali song. Sung by Abir Biswas. Starring: Shibanty Ghosh, Manasij Das And Abir. Song Lyrics In Bengali Written by Abir Biswas And Subir Biswas.
Song:- O Mon Majhi
Singer & Composer:-Abir Biswas
Lyrics:- Abir Biswas & Subir Biswas
Guitars:- Soumik Das & Abir
Flutes:- Bipra Bala
Vocal Recorded At:- Moonlite Studio(Sayan Das)
Programming, Mix & Master:-Abir Biswas
Label:- AB Studios


O Mon Majhi Song Lyrics In Bengali

নদীর বুকে উথাল পাথাল 
জোয়ার ভাটা বয়,
আমার মনের পিঞ্জিরা-খান 
শূন্য পড়ে রয়। 

হো.. নদীর বুকে উথাল পাথাল 
জোয়ার ভাটা বয়,
আমার মনের পিঞ্জিরা-খান 
শূন্য পড়ে রয়। 
আসবো আসবো বইলা সে 
আজও আইলো না, ও মন মাঝি 
তুই নাও বাইয়া চইলা যাসনা রে,
আমার মন খানা যে পইড়া রইলো ওপারে। 

এই মনের ব্যেথা তুই ছাড়া কে বা বোঝে রে 
ও মন নাও খানা তুই ফিরাইয়া না ওপারে।। 

গাঁয়েরই ওই মেঠো পথে তোরে দেখেছি 
ছেলেবেলার পুতুল খেলায় আবার মেতেছি,
ও.. গাঁয়েরই ওই মেঠো পথে তোরে দেখেছি 
ছেলেবেলার পুতুল খেলায় আবার মেতেছি,
যেমন ঘাসের উপর শিশির হোক  
তেমন কাজল ভরা চোখ,
খোঁপায় ফুলের মালা হোক 
কিংবা কাখে কলসি হোক,
তাহার রূপের মায়ায় আমি পাগল হয়েছি। 

সারাজীবন বাইয়া গেলাম 
ভাঙা ডিঙি খান,
তার বিরহে কালো হইলো 
আমার আসমান। 
ফিরবো ফিরবো কইরা হায় 
ফেরা গেলো না, ও মন মাঝি 
ও মন মাঝি 
তুই নাও বাইয়া চইলা যাসনা রে,
আমার মন খানা যে পইড়া রইলো ওপারে।
এই মনের ব্যেথা তুই ছাড়া কে বা বোঝে রে 
ও মন নাও খানা তুই ফিরাইয়া না ওপারে।।
_________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.