Kabbik Kolpona is a Recent Released Bengali Song. Sung by Tahsin Ahmed & Lyrics written by Abdur Rahman Raziv.
Title: Kabbik KolponaLyrics: Abdur Rahman RazivVocals,Composition & Music: Tahsin AhmedLyrical Video done by Wali Hasan(Video Baba Productions)Cover design: Syed Mahdi Rahman TilokLabel: Tahsin Ahmed
Kabbik Kolpona Song Lyrics
রোজ বিকেলে
খুব আনমনে
কে ডেকে যায় আমায় আড়ালে
এ মন ছুটে
তোমার শহরে
ভুলে অকারন শত বারনে
তুমি আমার এক অজানা সুখের
অনুভবে মিশে থাকা নীরব প্রার্থনা
তুমি বুকের খুব গভীরে রাখা
কোন এক অচেনা কাব্যিক কল্পনা।
বৃষ্টি এলে পথটা ভুলে
হেটো আমার সাথে
মুঠো রোদে জড়াবো তোমায়
মন খারাপের দিনে
আগলে রবো ছায়া হয়ে
একলা মেঘ ছুঁয়ে
এলো চুলে হারাবো তোমার
ভালোবাসি বলে
যেন একাকী ইচ্ছেরা
চাইছে তোমায় অবেলায়।
তুমি আমার এক অজানা সুখের
অনুভবে মিশে থাকা নীরব প্রার্থনা
তুমি বুকের খুব গভীরে রাখা
কোন এক অচেনা কাব্যিক কল্পনা।
__________

