
Song : DisheharaSinger : Mahtim ShakibTune & Music : Ripon KhanLyrics : Siam SarkarVideo Direction : Mahtim ShakibDOP : Julfiker Rahaman RifatLine Producer : Nihal Syed MuhibEdit & Colour : Rafsaan ChowdhuryVideo Production : Welkin Films Ltd.Label : Dhruba Music Station
Dishehara Lyrics in Bengali
দিশেহারা আমি তোমার আড়ালে
নেই যে আমার তুমি,
আমি নেই, আমি নেই
নেই আর সেই আমি।
আঁধার ঘনিয়ে এলো জীবনে
শুধু তোমার শূন্যতায়,
সেদিন গুলোর শত স্মৃতিরাশি
থেকে থেকে আমায় কাঁদায়।
আমি নেই, আমি নেই
নেই আর সেই আমি।
আকাশ শুধু বৃষ্টি ভেজা দিনে
থাকে যে মেঘে ঢাকা,
আমি যেন অনন্তকাল
রবো যে কাগজে আঁকা।
আমি নেই, আমি নেই
নেই আর সেই আমি।
দিশেহারা আমি তোমার আড়ালে
নেই যে আমার তুমি,
আমি নেই, আমি নেই
নেই আর সেই আমি।
________