Type Here to Get Search Results !

Dishehara Lyrics (দিশেহারা) Mahtim Shakib Bangla Song

Dishehara is popular Bengali sad song Sung by Mahtim Shakib. Music Composed by Ripon Khan And Lyrics In Written by Siam Sarkar.

Song : Dishehara
Singer : Mahtim Shakib 
Tune & Music : Ripon Khan
Lyrics : Siam Sarkar 
Video Direction : Mahtim Shakib
DOP : Julfiker Rahaman Rifat
Line Producer : Nihal Syed Muhib 
Edit & Colour : Rafsaan Chowdhury 
Video Production : Welkin Films Ltd. 
Label : Dhruba Music Station 

Dishehara Lyrics in Bengali

দিশেহারা আমি তোমার আড়ালে 
নেই যে আমার তুমি,
আমি নেই, আমি নেই 
নেই আর সেই আমি। 

আঁধার ঘনিয়ে এলো জীবনে 
শুধু তোমার শূন্যতায়,
সেদিন গুলোর শত স্মৃতিরাশি
থেকে থেকে আমায় কাঁদায়। 
আমি নেই, আমি নেই 
নেই আর সেই আমি।

আকাশ শুধু বৃষ্টি ভেজা দিনে 
থাকে যে মেঘে ঢাকা,
আমি যেন অনন্তকাল 
রবো যে কাগজে আঁকা। 
আমি নেই, আমি নেই 
নেই আর সেই আমি।

দিশেহারা আমি তোমার আড়ালে 
নেই যে আমার তুমি,
আমি নেই, আমি নেই 
নেই আর সেই আমি।
________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.