
Bhabini Kokhono Ebhabe Song Is from Bengali Movie Bidrohi.Sung by Imran Mahmudul.
Song : Bhabini Kokhono EbhabeMovie Name : BidrohiSinger : Imran MahmudulMusic : Akassh SenLyricist: Priyo ChattopadhyayDirector : Salim KhanProduction : Shapla MediaLabel : Cinebaz
Bhabini Kokhono Ebhabe Lyrics In Bengali
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে,
ছিলি কল্পনাতে, ছিলি স্বপ্ন রাতে
আজ ছুঁয়েছি অনুভবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।
তোকে ভেবে মনে নদী বয়ে যায়
আমি ভাসি, আমি ডুবি মোহনায়,
তোকে ভেবে মনে নদী বয়ে যায়
আমি ভাসি, আমি ডুবি মোহনায়।
হৃদয়ের কারবার
শুধু তোর আর আমার,
শুরু হলো যে দারুন ভাবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।
তোকে ভেবে জেগে থাকি জোছনায়
চাঁদ হাসে যেন তোরই ইশারায়,
তোকে ভেবে জেগে থাকি জোছনায়
চাঁদ হাসে যেন তোরই ইশারায়।
কাছে যাই যতবার
হয়ে যাই একাকার
আমি বাঁচবো না তোর অভাবে ..
ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে,
ও ভাবিনি কখনো এভাবে
মন আমার তোর পথেই হারাবে।।
___________

