Type Here to Get Search Results !

Boshonto Eshe Geche Lyrics (বসন্ত এসে গেছে) Lagnajita Chakraborty | Chotushkone

 Boshonto Eshe Geche Song Lyrics From Chotushkone. Female Version song is sung by Lagnajita Chakraborty. Basanta Ese Geche Lyrics Written by Anupam Roy.

 

Movie Name: Chotushkone (2014)
Song Name: Boshonto Eshe Geche (বসন্ত এসে গেছে)
Singer: Lagnajita Chakraborty
Music/Lyricist: Anupam Roy
Directed by: Srijit Mukherji
Music Label: T-Series

 


Boshonto Eshe Geche Lyrics In Bengali
বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবানী বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব ..
বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে

গগনের নভোনীলে মনেরও গোপনে
বাজে বাজে বাজে 
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়,
কোকিলের কুহু তান ..
বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে  ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব ..
বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছেতোমার কাছে,
আমার কাছেবসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব..
বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছেবসন্ত এসে গেছে ..
__________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.