Uthone (ওই উঠোনে) Lyrics in Bengali - Rupankar Bagchi & Shaoni
Song: Oi Uthone
Movie: Sahobashe
Singer - Rupankar Bagchi
Backing Vocals - Shaoni Majumder
Music: Soumya Rit
Lyrics: Anjan Kanjilal
Arranger/Programmer: Rahul Sarkar
Cast: Anubhav Kanjilal, Ishaa Saha, Sayoni, Rahul Banerjee, Biswajit Chakraborty, Tulika Basu & Subhashish Mukherjee
Production House: Mojotale Entertainments
Producer: Prohlad Sardar & Sumana Kanjilal
Director: Anjan Kanjilal
Music on Zee Music Company
Label: Zee Music Bangla
Oi Uthone Lyrics In Bengali
তুই যে আমার আদর মাখা একলা উঠোন
মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন,
তুই যে আমার আদর মাখা একলা উঠোন
মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন।
শিউলি ঝরে তেঁতুল পড়ে
নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন।
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন।
চোখ বুঝে নিক চোখের ভাষা
আঙুল বুঝুক হাতের মন,
কোথাও কার হৃদয় ভাঙে
কেউ কেঁদে নেয় কিছুক্ষন।
কোথাও কার ভুল নদীতে
ডুব দিয়েছে কোন স্বজন,
ভুল বুঝেছে বুকের মধ্যে
লুকিয়ে থাকা আপনজন।
শিউলি ঝরে তেঁতুল পড়ে
নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন।
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন।
কাঁদছে শহর, কাঁদছে রাস্তা
ঠাসাঠাসি মুখ দু'হাতে বস্তা,
ক্লান্ত জীবন গৃহহীন পরবাসে।
আবার কখনো মেট্রোর ভিড়ে
খুঁজছে আরাম বাস ট্রাম ছেড়ে
রাত হাতে করে নিরাপদ সহবাসে।
শিউলি ঝরে তেঁতুল পড়ে
নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন।
ওই উঠোনে
একলা আমি শুকনো পাতা কুড়োই তখন।